অঙ্কিতার চাকরি পাবেন ববিতা! সাথে গত ৪৩ মাসের মাইনেও
এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই চাকরি গেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। চাকরিজীবনে পাওয়া মাইনেও ফেরত দিতে বলা হয়েছে তাঁকে। এবার মরার ওপর খাঁড়ার ঘা দিল কলকাতা হাইকোর্ট। অঙ্কিতার চাকরি মামলাকারী ববিতা সরকারকে দেওয়ার নির্দেশ দিল আদালত।
চাকরিতে যোগ দেওয়ার পর থেকে যা যা মেইন বা অন্যান্য সুযোগ সুবিধা পেয়েছেন অঙ্কিতা তা দেওয়া হবে মামলাকারী ববিতাকে। আগামী ১০ দিনের মধ্যে ববিতাকে দিতে হবে অঙ্কিতার ফেরত দেওয়া মাইনের অর্থও। আদালতের নির্দেশ, ২৭ জুনের মধ্যে ববিতা সরকারকে সুপারিশপত্র দিতে হবে। ২৮ জুনের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের কাছে সুপারিশপত্র পাঠাতে হবে। ৩০ জুনের মধ্যে পর্ষদকে নিয়োগপত্র দিতে হবে।
প্রসঙ্গত, অবৈধ ভাবে প্রভাব খাটিয়ে শিক্ষকতার চাকরি নেওয়ার অভিযোগ ছিল অঙ্কিতার বিরুদ্ধে। এই মামলা করেছিলেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী। কিছু দিন আগে মন্ত্রীকন্যাকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমনকি, চাকরি করার সময় যে বেতন পেয়েছিলেন অঙ্কিতা, তা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।