পার্টিকে লেভি দিতে চাইছেন না কর্মীরা! কঠোর হচ্ছে রাজ্য সিপিএম
কয়েকবছর আগে জল্পনা হয়েছিল যে পশ্চিমবঙ্গে সিপিএমের আয়-ব্যয় সংক্রান্ত PAN নেই। সুতরাং এই বাম দলের হিসেবের খতিয়ান নাকি ভারত সরকারের কাছে ছিলনা। বাম বিরোধীরা সেই সুযোগে সিপিএমকে বিদ্ধ করে যে তারা রাস্তায় কৌটো বাজিয়ে হিসাব বহির্ভূত কোটি কোটি টাকা তোলে। কিন্তু সে সব দিন এখন গেছে। জনতা বামে বিমুখ। এখন সিপিআইএমের ভরসা সদস্যদের কাছে থেকে লেভি। আলিমুদ্দিন সূত্রে জানা গেছে। বর্তমানে যে সব সদস্য আছেন, তারা নাকি তাদের আসল আয় গোপন করে দলকে কম টাকা দিচ্ছেন বা কিছুই নাকি দিচ্ছেন না।
বর্তমানে সিপিআইএম যে ফাঁপরে পড়ছে তার অন্যতম নিদর্শন হল তৃণমূলের প্রাক্তন নেতা যশবন্ত সিংহকে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া। এই সমর্থনের কথা যেমন প্রকাশ কারাত চিঠিতে জানিয়েছেন, এই নিয়ে নিবন্ধ বেড়িয়েছে সিপিআইএমের মুখপত্র গণশক্তিতেই। আর তা নিয়ে সিপিআইএমকে আক্রমণ করছেন নিচের তলার বাম কর্মীরাই। সুর্তারং দলের প্রতি যেখানে সমর্থন নিম্নগামী, সেখানে কর্মীদের থেকে লেভি আদায় করতে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে রাজ্য সিপিআইএম। সেই অর্থে নির্দেশ চলে গেছে জেলা নেতৃত্বের কাছেও।