খেলা বিভাগে ফিরে যান

স্পনসরশিপ নিয়ে ইস্টবেঙ্গলকে খসড়া চুক্তিপত্র পাঠালো ইমামি

June 24, 2022 | < 1 min read

ইস্টবেঙ্গলের সঙ্গে স্পন্সরশিপের চুক্তির জন্য ইমামি এবার ক্লাবকে একটি টার্মশিট পাঠালো। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ক্লাবের কথা মাথায় রেখে খতিয়ে দেখা হবে এই টার্মশিট। দুই পক্ষের নানা রকমের শর্ত ঐক্যমতে এলে স্পন্সরশীপে আর বাধা থাকবে না বলে জানা যাচ্ছে। ইস্টবেঙ্গল যেখানে ক্লাবের ৫০% শতাংশ শেয়ার ছাড়তে রাজি, সেখানে ইমামি চাইছে ৮০%শেয়ার।

এছাড়াও, ইমামি নাকি চাইছে ডিরেক্টর বোর্ডে তাদের ৮ জন প্রতিনিধি থাকবে, পাশাপাশি ইস্টবেঙ্গলের পক্ষে থাকবেন ২ জন প্রতিনিধি। এই ব্যাপারগুলো নিয়েই নাকি এখন জোর আলোচনা চলছে ইস্টবেঙ্গলের অন্দরে।

প্রসঙ্গত, এর আগেও ১৯৯৬ সালে ইস্টবেঙ্গলের স্পন্সর ছিল ইমামি। সুতরাং ইস্টবেঙ্গলের সমর্থকরা ইমামের সঙ্গে চুক্তি নিয়ে অনেকটাই আশাবাদী। কিন্তু সমস্যা হচ্ছে, টার্মশিট অনুযায়ী শর্তপূরণ, বা পাল্টা শর্ত চাপানো নিয়ে যে সময় ব্যয় হচ্ছে, তাতে ক্ষতি হচ্ছে ইস্টবেঙ্গলেরই। কারণ মরশুম শুরু হয়ে গেলে ভালো ফুটবলার রিক্রুট করাটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে।

গতবারের মত এবারেও ইস্টবেঙ্গলকে স্পনসর খুঁজে দিয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু সমর্থকদের দাবি, মুখ্যমন্ত্রীর দয়ায় আইএসএল খেলতে পারছে ক্লাব।

গতবারের আইএসএলে খুব হতাশাজনক পারফরম্যান্স ছিল ইস্টবেঙ্গলের , এবছর তাই ভাল ফুটবলার নিয়ে দল গড়তে চাইছে ইস্টবেঙ্গল , কিন্তু স্পন্সরশিপের নিয়মকানুন যদি দেরি হয়ে যায় তাহলে গতবারের মত খারাপ পারফরম্যান্স করবে ক্লাব, আশঙ্কা সমর্থকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Football, #ISL

আরো দেখুন