উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

২৬ জুনই জিটিএ নির্বাচন, রায় হাইকোর্টের

June 24, 2022 | < 1 min read

জিটিএ নির্বাচনের বৈধতাকে চ্যালেঞ্জ করে গোর্খা ন্যাশনাল ফ্রন্ট (জিএনএলএফ) কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল। এই নির্বাচনের হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। তাই এবার ২৬ জুন নির্বাচন করা ও তার ফল ঘোষণায় কোনও বাধা রইল না। আজ হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য একথা জানিয়ে দেন।

জিএনএলএফ দাবি করে, সংবিধান সংশোধন না করে এই জিটিএ নির্বাচন করা যাবে না। হাইকোর্টের তরফে এই মামলায় বলা হয়েছিল, নির্বাচনের প্রস্তুতি যেহেতু শুরু হয়ে গিয়েছে সেহেতু আদালতের হস্তক্ষেপ উচিত হবেনা। শুক্রবার সেই মামলার রায়দান করল হাইকোর্ট।

শুক্রবার হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য বলেন, জিটিএ নির্বাচনে কোনও বাধা নেই। তবে সংবিধান সংশোধন নিয়ে যে অভিযোগ খতিয়ে দেখবে হাইকোর্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#calcutta high court, #GTA Elections

আরো দেখুন