← দেশ বিভাগে ফিরে যান
আধার, প্যান লিঙ্ক করেছেন? ১ জুলাইয়ের আগে না করলে…
হাতে সময় রয়েছে মোটে ৭ দিন, আধার ও প্যানের সংযুক্তিকরণ আজই সেরে ফেলুন। ৩০ জুন ২০২২ সালের মধ্যে প্যান আধার লিঙ্ক না করলেই পড়তে বিপদে হবে। গুনতে হবে জরিমানা, মাশুল হিসেবে দিতে হবে ৫০০ টাকা৷ পরে জরিমানার পরিমাণ দ্বিগুণও হতে পারে।
শেয়ার বাজারে বিনিয়োগ ক্ষেত্রেও ১ জুলাই থেকে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ৩০ জুনের মধ্যে ট্রেডিং অ্যাকাউন্টের KYC না করালে অস্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মোদী আমলে বিগত কয়েক মাস ধরেই, মাস পয়লায় রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ে। ফলে ১ জুলাই ফের রান্নার গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। মানুষদের ৩০ শতাংশ পর্যন্ত করের বোঝা চাপলে ধাক্কা লাগতে পারে৷
ক্রিপ্টোকারন্সিতে বিনিয়োগের ক্ষেত্রেও এক শতাংশ জিএসটি দিতে হবে। চলতি অর্থবর্ষে ৩০ জুনের মধ্যেই সম্পত্তিকর জমা দিতে হবে।