রাজ্য বিভাগে ফিরে যান

শেষ গরমের ছুটি, আগামী ২৭ জুন খুলছে রাজ্যের সমস্ত স্কুল

June 24, 2022 | < 1 min read

২৭ জুন থেকে খুলছে রাজ্যের সমস্ত সরকারি স্কুল। অর্থাৎ আগামী সোমবার থেকেই খুলছে স্কুল। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুক্রবার বলেন, স্কুল খোলার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুমতি মিলেছে। করোনা নিয়ে আপাতত কোনও চিন্তার কারণ নেই। স্কুল খুলতেও স্বাস্থ্য দপ্তরের সম্মতি পাওয়া গিয়েছে।

প্রচন্ড গরমের কারণে এবছর প্রাথমিকভাবে ১৫ জুন পর্যন্ত ছুটির ঘোষণা করেছিল রাজ্য। পরবর্তীতে তা বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়েছিল।

শিক্ষা দপ্তর এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ২৭ জুন থেকে স্কুল খুলছে। সেই মতো স্কুলগুলিকে প্রস্তুত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিয় পাঠক। এই খবরটি সবেমাত্র প্রকাশিত হয়েছে। এখনও বিস্তারিত তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। নতুন তথ্য পেলেই আমরা প্রতিবেদনটি আপডেট করব।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #Bratya Basu, #West Bengal, #School

আরো দেখুন