রাজ্য বিভাগে ফিরে যান

আবার ঘরওয়াপসি, এবার তৃণমূলে ফিরলেন নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর

June 25, 2022 | < 1 min read

ছবি ফেসবুক থেকে সংগৃহীত

বীরভূমের নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা বিজেপি ছেড়ে ফের তৃণমূলে ফিরলেন। শনিবার কীর্ণাহারে তৃণমূলের এক কর্মিসভায় বোলপুরের সাংসদ অসিত মাল এবং লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহের হাত ধরে তৃণমূলে ফিরলেন গদাধর। দলে ফিরেই কীর্ণাহার ২ পঞ্চায়েতের সাংগঠনিক দায়িত্ব পেলেন গদাধর হাজরা।

নানুরের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন গদাধর হাজরা। তারপর ২০১৯-এ গদাধর এবং মনিরুল ইসলাম দিল্লি গিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন।

২০২১ এর বিধানসভা নির্বাচনে নানুর কেন্দ্র থেকে বিজেপির টিকিট পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন গদাধর। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী করা হয়নি তাঁকে। তারপরেই বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#birbhum, #tmc, #Gadadhar Hazra

আরো দেখুন