ভিজবে উত্তরবঙ্গ, ভ্যাপসা গরমে অস্বস্তিতে ভুগতে হবে দক্ষিণবঙ্গ বাসীকে
শনিবার উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে পরপর কয়েক দিন টানা ভারী বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। তবে সেই তুলনায় দক্ষিণবঙ্গে বর্ষা এখনও অত্যন্ত দুর্বল। আগামী চার দিন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
কলকাতা ও লাগোয়া অঞ্চলগুলিতে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। ফলে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়ায় অস্বস্তিতে ভুগতে হবে দক্ষিণবঙ্গ বাসীকে।
এদিকে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং । মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।