শুভেন্দুকে গ্রেপ্তার করতে হবে, দাবি জানিয়ে পথে নামছে তৃণমূল, যাবে রাজ্যপালের কাছেও
শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিতে পথে নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, দুর্নীতির অভিযোগে শুভেন্দুকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে তিনটি জায়গায় একযোগে সরব হবেন দলের নেতারা। মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ শাসক দলের আট প্রতিনিধি যাবেন রাজ্যপাল ধনখড়ের কাছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার বাদল অধিবেশনে তাঁর বক্তৃতায় বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছিলেন।
শুক্রবার বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে হাজিরা দিতে এসেছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। হাজিরা শেষে আদালত থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা বলেছেন, তার ভিডিও প্রকাশ্যে এনে শুভেন্দুকে গ্রেফতারির দাবি জানায় শাসকদল। তৃণমূলের দাবি, আদালতে চিঠি দিয়ে সুদীপ্ত জানিয়েছেন, তাঁকে ‘ব্ল্যাকমেল’ করে টাকা নিতেন শুভেন্দু। শনিবার প্রকাশিত কর্মসূচিতে সরাসরি সারদা কাণ্ডের নাম নেওয়া হয়নি। শুধু বলা হয়েছে, শুভেন্দুর দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাঁরা রাস্তায় নামবেন।
সোমবার সিজিও কমপ্লেক্সের সামনে, হলদিয়ায় এবং শুভেন্দুর বাড়ির কাছে কাঁথিতে বিক্ষোভ সমাবেশ করবেন তৃণমূল কংগ্রেসের নেতারা।
তবে এবিষয়ে প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনওরকম মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী।