মাদকদ্রব্য বাজেয়াপ্ত করতে গেলে ভিডিওগ্রাফি আবশ্যিক, রায় কলকাতা হাইকোর্টের
বুধবার (২২জুন) কলকাতা হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। ওই রায়ে বলা হয়েছে, মাদকদ্রব্য উদ্ধারের সময় বা বাজেয়াপ্ত করার সময় পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করতে হবে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। কারণ, অনেক সময়ই কঠোর মাদক বিরোধী আইনের অপব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
এই রায়ে আরও বলা হয়েছে, কোনও কারণে ভিডিওগ্রাফী করা না গেলে তার কারণগুলি তদন্তের রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করতে হবে।
বিচারপতি জয়মাল্য বাগচী এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ একটি মামলার শুনানি করার সময় এই রায় দেন। যেখানে এডিপিএস আইনের অধীনে মাদকদ্রব্য উদ্ধারের সময় তদন্তকারীদের বিরুদ্ধে ভিডিওগ্রাফি না করার গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল। এই মামলায় বাজেয়াপ্ত মাদক দ্রব্যের তালিকা, অভিযুক্তদের নামের তালিকা এবং সাক্ষীদের বক্তব্যে অনেক অসঙ্গতি খুঁজে পান বিচারপতিদের ওই বেঞ্চ। তার পরিপ্রেক্ষিতেই এই গুরুত্বপূর্ণ রায় শোনান তাঁরা।
উল্লেখ্য শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে মাদক বিরোধী আইনে রুজু করা মামলাটি অপর্যান্ত প্রমানের কারণে বাতিল হয়ে গিয়েছিল। নিষিদ্ধ মাদক সেবন করা, সঙ্গে রাখা, প্ররোচনা দেওয়া ইত্যাদি অভিযোগ আনা হয়েছিল আরিয়ানের বিরুদ্ধে। কিন্তু তাঁর আইনজীবীর যুক্তি ছিল তার কাছ থেকে কোনও মাদকজাত দ্রব্য উদ্ধার করা যায়নি