দেশ বিভাগে ফিরে যান

চূড়ান্ত ফ্লপ LIC-র IPO, চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের কপালে

June 26, 2022 | < 1 min read

মুখ থুবড়ে পড়েছে LIC-র IPO। গত ২মে লঞ্চ হওয়ার পরে ১৭ মে বাজারে আসে LIC-র শেয়ার। বাজারে আসার পর থেকেই ধুকতে থাকে LIC-র শেয়ার। দাম কমতে কমতে রবিবার ২৬জুন সর্বনিম্ন পৌঁছে রেকর্ড গড়ল LIC-র শেয়ারের দর। আজ ২৬ জুন LIC-র শেয়ারের মূল্য ছিল ৬৬১ টাকা ৩০ পয়সা।

চলতি অর্থ বছরের IPOগুলির মধ্যে সম্পদ বিধ্বংসীদের মধ্যে শীর্ষ স্থান দখল করেছে জীবনবিমার শেয়ার। যার এক গুঁতোয় জেরবার বাজার, উধাও ১৮ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় টাকায় যার পরিমাণ ১৫ লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, গত ২ মে IPO চালু হওয়ার পর প্রথম দুদিনে কেবল দেশে বড় মাপের বিনিয়োগকারী বা অ্যাঙ্কর ইনভেস্টররাই ভারতের বৃহত্তম বিমা সংস্থার শেয়ার কেনার সুযোগ পেয়েছিলেন। এরপর ৪মে থেকে সাধারণ বিনিয়োগকারীরা কেনার সুযোগ পান যা ৯ মে পর্যন্ত চালু ছিল।

চলতি বছর ১৭ মে বাজারে আসার সময় অর্থাৎ জন্মলগ্নে শেয়ারের দর ছিল ৯৪৯ টাকা। কিন্তু বাজারে আসার পরেই শেয়ারের দামের পতন শুরু, তা নেমে যায় ৮৬৭.২০ টাকায়। পরবর্তীতে নামতে থাকে শেয়ারের দর। কমতে কমতে এখন একেবারে তলানিতে। সব মিলিয়ে দর প্রায় প্রাথমিক দামের ৩০ শতাংশ নেমে গিয়েছে।

ফলে বিনিয়োগকারীদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে, ভারতের বাজার এখনও বিমার শেয়ারের জন্য তৈরি নয়। আবার কেউ কেউ বলছেন এখনও দর পড়তির দিকে কিন্তু দীর্ঘমেয়াদি লাভের কথা ভাবলে এলআইসিতে বিনিয়োগ করে দেখা যেতে পারে। কিন্তু পরিস্থিতির যা গতিপ্রকৃতি, আস্থা রাখা ক্রমশই কঠিন হয়ে পড়ছে। আপাতত পরিস্থিতি পাল্টানোর কোন সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#LIC, #IPO

আরো দেখুন