বন্দুক হিংসার বিরুদ্ধে ঐতিহাসিক আইন স্বাক্ষর বাইডেনের
অবশেষে বন্দুকবাজদের বাগে আনতে আইন প্রণয়ন করল মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বসম্মতভাবে পাশ হল আগ্নেয়াস্ত্র হিংসা বিল (Gun violence bill)। আর তাতে স্বাক্ষর করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (Joe Biden)।
বৃহস্পতিবারই মার্কিন সেনেটে পাশ হয়েছিল বিলটি। এরপর শুক্রবার চূড়ান্ত সম্মতি দিয়েছিল হাউসও। এবার সেই বিলে সই করলেন রাষ্ট্রপতি বাইডেন। এর ফলে বিলটি পরিণত হল আইনে। তৈরি হল এক ঐতিহাসিক এক মুহূর্ত।
গত কয়েক সপ্তাহে বারবার বন্দুকবাজদের হানায় আক্রান্ত হয়েছে মার্কিন মুলুকের মানুষ। এমনকী, স্কুলের ছোট্ট শিশুরাও রেহাই পায়নি বন্দুকবাজদের হাত থেকে। বারবার এই ধরনের হামলায় অধিকাংশ মার্কিন নাগরিকই আঙুল তুলেছেন আমেরিকার বন্দুক নীতির দিকে। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত এই বিলটি মার্কিন প্রেসিডেন্টের পেল।
এই ঐতিহাসিক মুহূর্তে বাইডেন বলেন, ”যদিও এই বিল আমি যা চেয়েছিলাম তার সবটা করতে পারবে না। কিন্তু এতে সেই পদক্ষেপগুলি রয়েছে যার কথা আমি দীর্ঘ সময় ধরে বলে আসছি। এটি জীবন বাঁচাবে।”
মার্কিন রাষ্ট্রপতি যোগ করেন, ”আমি জানি এখনও অনেক কাজ বাকি। কিন্তু আমি আশা ছাড়ছি না। আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন।”