জীবনশৈলী বিভাগে ফিরে যান

অতিরিক্ত যৌন উত্তেজনায় আক্রান্ত? জেনে নিন কিরকম ক্ষতি হতে পারে জীবনে

June 26, 2022 | 2 min read

অতিরিক্ত যৌন উত্তেজনা, ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত

আপনি কি যৌন সঙ্গম ছাড়া বাঁচতে পারেন না? যৌন চাহিদা পূরণ করতে দিনে ৪-৫ বার বা তার থেকে বেশি হস্তমৈথুন করেন? কাউকে দেখলেই কি সঙ্গমের কথা মাথায় আসে? সবসময়েই কি যৌনতা নিয়ে নানারকম চিন্তায় চিন্তিত আপনি? এই ধরণের উপসর্গ আসলে একটি রোগের জানান দেয় যাকে বলে নিমফোম্যানিয়া বা স্যাটেরিয়াসিস। মহিলা পুরুষ নির্বিশেষে এই রোগ হয়ে থাকে। জেনে নিন এর রোগের উপসর্গগুলি এবং প্রতিকার।

অতিরিক্ত যৌন উত্তেজনা, ছবি সৌঃ GETTY IMAGES

অতিরিক্ত যৌন উত্তেজনার লক্ষণ:

  • এই রোগ হলে ঘন ঘন হস্তমৈথুনের প্রবণতা চলে আসে।
  • রোগগ্রস্ত মানুষদের বার্নবার সঙ্গে লিট্ হওয়ার বাসনা জাগে, ফলে একাধিক যৌন সম্পর্ক এবং একাধিক যৌনসঙ্গী হয়ে থাকে।
  • যৌনজীবনে সুরক্ষা নিয়ে চিন্তা থাকেনা, উদ্দাম সঙ্গমের প্রতি অস্বাভাবিক আকর্ষণ চলে আসে।
  • এই রোগে রোগগ্রস্ত মানুষদের পর্নোগ্রাফির প্রতি অস্বাভাবিক আসক্তি চলে আসে।
  • এই মানুষেরা সাইবার সেক্স, ফোন সেক্স বা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যৌনতায় লিপ্ত হতে চান, চাহিদা মেটানোর জন্য।
  • অন্যদের সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার অদম্য ইচ্ছায় এই মানুষেরা অশ্লীলভাবে নিচের শরীরের বিভিন্ন অঙ্গকে অনাবৃত করে অন্যদের একেস্ট করার চেষ্টা করেন, যাকে বলে এক্সিবিশনিজম।
  • এই সব মানুষ লুকিয়ে চুরিয়ে অন্যকে অনাবৃত অবস্থায় দেখার চেষ্টা করেন, জেক বলে ভয়ারিজম।

এই ধরণের রোগে রোগগ্রস্ত মানুষদের জন্য চিকিৎসা আছে।

ছবি সৌঃ Shutterstock
  • প্রথমেই যেতে হবে চিকিৎসকের কাছে।
  • নানা রকম ওষুধপত্রের মাধ্যমে এই রোগের চিকিৎসা হয়।
  • ধ্যান বা যোগাভ্যাস এই রোগ সারানোর একটি প্রধান স্তম্ভ।
  • রোগ সারতে পারে ‘রেসিডেন্সিয়াল ট্রিটমেন্ট প্রোগ্রাম’, ‘কগনিটিভ বিহেভিয়েরাল থেরাপি’ কাজে লাগিয়েও।
TwitterFacebookWhatsAppEmailShare

#Symptoms, #treatment, #nymphomania, #Satyriasis, #Hyper sexuality

আরো দেখুন