খেলা বিভাগে ফিরে যান

আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া, বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা ম্যানেজমেন্টের

June 26, 2022 | < 1 min read

আজ ২৬ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় দল। ওদিকে ভারতীয় ক্রিকেটের তারকারা ইংল্যান্ডে প্রস্তুতি সারছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, সামি, বুমরাহদের মতো তারকা। কিন্তু দুই ম্যাচের টি-২০ সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহে কিন্তু টান পড়েনি।

চলতি বছরেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। বিশ্বকাপের আগে রিজার্ভ বেঞ্চের শক্তি বুঝে নিতে চাইছে ভারত। প্রতিপক্ষ আয়ারল্যান্ডকেও হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। কোচ রাহুল দ্রাবিড় ইংল্যান্ডে টেস্ট দলের সঙ্গে রয়েছেন। ফলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেশের কোচের দায়িত্ব সামলাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ।

হার্দিক পান্ডিয়া রবিবার ২৬ জুন দেশের জার্সিতে প্রথমবার টসে যাবেন। সদ্য সমাপ্ত আইপিএল জেতে গুজরাত টাইটান্স, সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন গুজরাত দলের নেতা হার্দিক। তাঁর নিজের পারফরমেন্সও নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ট্রফি জয়ের পুরস্কার হিসেবে দেশের অধিনায়কত্ব প্রাপ্তি ঘটল হার্দিকের। বলার অপেক্ষা রাখে না, সিরিজে ভারতই ফেভারিট। কোহলি-রোহিতরা অনুপস্থিত তাও টিম ইন্ডিয়া অনেকটাই এগিয়ে। এখানেই হার্দিককে দেখে নিতে চাইছেন ভারতীয় ক্রিকেটের কর্তারা।

চোট সারিয়ে দলে ফেরা সূর্যকুমার যাদবকেও দেখে নেবে টিম ম্যানেজমেন্ট। প্রত্যাবর্তন হচ্ছে সঞ্জু স্যামসনেরও। কৌতূহল ঘনিয়েছে, ওপেনিং নিয়ে! ঈশান কিষানের সঙ্গে ব্যাট হাতে কে নামবেন। প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচেই ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করলেও, দাগ কাটতে পারেননি তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে হয়ত রাহুল ত্রিপাঠিকে ওপেনে নামানো হতে পারে। অন্যদিকে, দলে থাকা সত্ত্বেও দীপক হুদা, বেঙ্কটেশ আয়ার, উমরান মালিক, অর্শদীপ সিং, রবি বিষ্ণোইরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি তারা। তাই আয়ারল্যান্ডের বিরুদ্ধের প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন তারা। হার্দিক কেমন নেতৃত্ব দেন তার দিকেও নজর থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India vs ireland, #Team India

আরো দেখুন