ত্রিপুরায় মুখরক্ষা মানিকের, দলত্যাগী সুদীপের জয়ে চিন্তার ভাঁজ বিজেপির কপালে
ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হল আজকে। আগরতলা বাদে বাকি তিন আসনেই জয়ী হয় শাসকদল বিজেপি।
টাউন বড়দোয়ালী আসনে জয়ী হন বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ২০১৮ সালে বিজেপির টিকিটে লড়ে এই আসন থেকে জিতেছিলেন আশিস সাহা। কিন্তু তিনি দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। এর জেরে উপনির্বাচন এই কেন্দ্রে। এই উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে মানিকের প্রতিদ্বন্দ্বী হন আশিস। তবে তিনি হেরে গেলেন উপনির্বাচনে। এই কেন্দ্রে বিজেপির ঝুলিতে যায় ১৭,১৮১টি ভোট। কংগ্রেস প্রার্থী পান ১১,০৭৭ ভোট।
আগরতলা থেকে উপনির্বাচনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। প্রাক্তন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন এ বার কংগ্রেসের টিকিটে লড়েন আগরতলা কেন্দ্র থেকে। দীর্ঘদিন বিপ্লব কুমার দেবের সঙ্গে মনোমালিন্যের কারণে শেষ পর্যন্ত দল ছেড়ে নিজের পুরোনো দল কংগ্রেসে নাম লেখান সুদীপ। দলবদলের সময় বিধায়ক পদ ছাড়েন তিনি। তাই এই কেন্দ্রের ফের নির্বাচন হয়। কংগ্রেসের হয়ে সুদীপ আগরতলায় পান ১৭,৪৩১ ভোট। বিজেপি প্রার্থী অশোক সিংহ পান ১৪,২৬৮টি ভোট।
এদিকে সুরমা এবং যুবরাজনগরেও বিজেপি সহজেই জয়ী হন বিজেপি প্রার্থীরা।