দেশ বিভাগে ফিরে যান

যোগীরাজ্যে শিক্ষক নিয়োগে পাহাড়প্রমাণ দুর্নীতি, চাকরি খোয়ালেন ২৫০০ জন

June 26, 2022 | < 1 min read

আবারও মুখ পুড়লো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের। গত কয়েক বছর ধরেই যোগীরাজ্যে শিক্ষাব্যবস্থায় প্রতি কোনায় কোনায় জাঁকিয়ে বসেছে দুর্নীতি। এরই মধ্যে প্রকাশ্যে এল বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। বিজেপি সরকারের মদতে ভুয়ো মার্কশিট, ভুয়ো ডিগ্রি দেখিয়ে জালিয়াতি করে চাকরি পেয়েছেন কয়েক হাজার যুবক-যুবতী।

এই নিয়োগ নিয়ে বিগত তিন বছর ধরে তদন্ত চলছে। উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষাবিভাগ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) যৌথ তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভুয়ো জাল নথি দেখিয়ে ২ হাজার ৪৯৪ জন চাকরি পেয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাদের চিহ্নিত করে ফেলেছে STF। ২ হাজার ৪৯২ জনেরই চাকরি চলে গিয়েছে। মোট ২ হাজার ৩৪৭টি এফআইআর রয়েছে।

তদন্তকারী কমিটির মতে, দুর্নীতিতে ডুবে রয়েছে যোগী সরকার, শিক্ষক নিয়োগে দুর্নীতি তো হিমশৈলের চূড়ামাত্র। তদন্তকারীদের মতে, যোগী আদিত্যনাথের রাজ্যে এমন লক্ষ্য লক্ষ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা ছড়িয়ে রয়েছে।

প্রসঙ্গত, বছর দুই আগে যোগীরাজ্যে আরও নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছিল, এক মহিলা একই সঙ্গে ২৫টি স্কুলে একই সময়ে শিক্ষকতা করছেন। শুধু তাই নয়, সব স্কুলের থেকেই বেতন নিতেন ওই মহিলা। যার পরিমাণ প্রায় কোটি টাকা। যোগী রাজ্যে শিক্ষক-শিক্ষিকাকে অনলাইনে উপস্থিতির হাজিরা দিতে হয়। স্কুলে পৌঁছেই হাজিরা দেওয়া যায়। তারপরেও কী করে এমন হল, যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। কারও কারও মতে, যোগী সরকার ও বিজেপির মদতেই এই যাবতীয় দুর্নীতি হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #Scam, #teacher recruitment

আরো দেখুন