দেশ বিভাগে ফিরে যান

বিজেপির ভোটলুঠ, গুন্ডামির জন্যই ত্রিপুরায় পরাজয়, আক্রমণ অভিষেকের

June 27, 2022 | < 1 min read

ত্রিপুরায় চার আসনে উপনির্বাচনে শোচনীয় ফলাফল করেছে তৃণমূল। চারটি আসনেই জমানত বাজেয়াপ্ত হয়েছে দলের। এবার এই ফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় দিল্লি রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের অভিষেক এই ফলের কারণ বিশ্লেষণ করেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, বিজেপির ভোটলুঠ এবং গুন্ডামির কারণেই পরাজয় তৃণমূলের।

রবিবার অভিষেক বলেন, ‘‘মানুষ যা রায় দিয়েছে তা আমরা মাথা পেতে নিয়েছি। কিন্তু ভোটের দিন গুন্ডামি, লুটপাট ও ভোটের নামে প্রহসন হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আপনাদের ক্যামেরায় ভুয়ো ভোটার ধরা পড়েছে, বুথে এজেন্টকে বসতে দেওয়া হয়নি, প্রার্থীরা আক্রান্ত হয়েছেন।’’

তিনি আরও বলেন, ‘‘গণতন্ত্রে গণদেবতাই আসল, মানুষ যা রায় দিয়েছে তা আমরা মাথা পেতে নেব।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #abhishek banerjee, #tmc, #bypoll

আরো দেখুন