রাজ্য বিভাগে ফিরে যান

কোনও রকম ঝুঁকি নয়: রাজ্যবাসীকে কোভিড বিধি মেনে চলার অনুরোধ মুখ্যমন্ত্রীর

June 27, 2022 | < 1 min read

কোভিড পরিস্থিতি নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। ইংরেজি নতুন বছরের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল রাজ্যের করোনা পরিস্থিতি। গত মাসেও যেখানে করোনার দৈনিক গ্রাফ একশোর নিচে নেমে গিয়েছিল, সেখানে চলতি মাসে অনেকটা বেড়েছে করোনার সংক্রমণ। অ্যাকটিভ কেসও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত ৫৫১ জন। রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩।


এই পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বর্ধমানে কৃষকবন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যবাসীকে কোভিডবিধি মানার পরামর্শ দিয়েছেন। সকলকে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘‘আগের মতোই মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। তাহলেই করোনা সংক্রমণে লাগাম টানা যাবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #covid 19, #masks

আরো দেখুন