উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

স্বতঃস্ফূর্ত সাড়া পাহাড়বাসীর, শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হল GTA নির্বাচন

June 27, 2022 | < 1 min read

ছবি সৌঃ indianexpress

দীর্ঘ ১০ বছর অর্থাৎ এক দশক পর পাহাড়ে হল GTA নির্বাচন। ৪৫ আসনের ২৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হল আজ। বৃষ্টি ও ঠান্ডা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে পাহাড়বাসী ভোট দিলেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল GTA নির্বাচন। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিনের শেষে ভোট পড়েছে ৫৬.৬ শতাংশ।

বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ও পাহাড়ের শান্তিও উন্নয়নের পক্ষে পাহড়ের মানুষ ভোট দিয়েছে বলে আশাবাদী তৃণমূলসহ অন্যান্য দল। তবে এই ত্রিস্তর শিলিগুড়ি মহকুমা পরিষদের (Siliguri Mahakuma Parishad) ভোট বয়কট করেছে মোর্চা, জিএনএলএফ-সহ পাহাড়ের বেশ কিছু রাজনৈতিক দল।

৪৫টি আসনের প্রতিটিতেই নিজেদের প্রার্থী দিয়েছিল অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি। অন্য দিকে, অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা প্রার্থী দিয়েছিল ৩৬টি আসনে, বাকি আসনগুলিতে নির্দলদের সমর্থন করছে। তৃণমূলের প্রার্থী দিয়েছিল ১০টি আসনে। স্ব স্ব কেন্দ্রে জয় নিয়ে আত্মবিশ্বাসী প্রতিদ্বন্দ্বী সকল দলই।

TwitterFacebookWhatsAppEmailShare

#GTA Elections, #Siliguri Mahakuma Parishad

আরো দেখুন