রাজ্য বিভাগে ফিরে যান

ময়নাগুড়ির পর বর্ধমান! লাইনচ্যুত হয়ে উল্টে গেল ট্রেন

June 27, 2022 | < 1 min read

ময়নাগুড়ির পর ফের একবার ঘটল ভয়াবহ রেল দুর্ঘটনা। তবে এবার বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। সোমবার সকালে ১০টা ৫-এর বর্ধমান-হাওড়া লোকাল ইয়ার্ড থেকে আসার সময় ট্রেনের একটি বগি বর্ধমান (Burdwan) স্টেশনে লাইনচ্যুত হয়। কারশেড থেকে লোকাল ট্রেনটি (Local train) প্ল্যাটফর্মের দিকে আসা সময় এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের মাঝের একটি বগি লাইনচ্যুত হয়।

এই দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত বগিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।

দুর্ঘটনার সময় ট্রেনটি ফাঁকা থাকায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে যাত্রীরা থাকলে বড় বিপদ হতে পারত বলে মনে করছেন আধিকারিকরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bardhaman, #howrah, #train, #train accident

আরো দেখুন