রাজ্য বিভাগে ফিরে যান

পিএসি কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন মুকুল

June 27, 2022 | < 1 min read

পশ্চিমবঙ্গ বিধানসভার পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ ছাড়লেন মুকুল রায়। বিধানসভার স্পিকারকেই-মেল পাঠিয়ে ইস্তফা দিলেন মুকুল। বিধানসভার পিএসি চেয়ারম্যান পদটি সাধারণত বিরোধী দলকে দেওয়া হয়, কিন্তু এই পদ তৃণমূলে ফেরত মুকুলকে দেওয়াতে বিতর্ক সৃষ্টি হয়।

মুকুলকে পিএসি চেয়ারম্যান করা নিয়ে আপত্তি তুলেছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। ২০২১ সালের নির্বাচনে পদ্ম প্রতীকে লড়ে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে জয়ী হন মুকুল। কিন্তু ফল ঘোষণার কয়েক দিনের মধ্যেই তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন করেন তিনি। যদিও বিধানসভার খাতায় কলমে তিনি বিজেপি বিধায়ক।

প্রসঙ্গত, গত শুক্রবার বিধানসভার অধিবেশনে শেষে স্পিকার ৪১টি কমিটির মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি করেন। এর ফলে পিএসি চেয়ারম্যান পদে মুকুলেরও মেয়াদ বৃদ্ধি হয় এক বছর। এর মধ্যেই সোমবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে স্পিকারকে ই-মেল করেন মুকুল।

সূত্রের খবর, স্বাস্থ্যের কারণেই এই পদ ছেড়েছেন মুকুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#mukul roy, #PAC Chairman, #WB Legislative Assembly, #bjp, #tmc

আরো দেখুন