দেশ বিভাগে ফিরে যান

শিন্দেকেই মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন উদ্ধব, বিস্ফোরক দাবি আদিত্যর

June 27, 2022 | < 1 min read

বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) পুত্র আদিত্য ঠাকরে (Aaditya Thackeray)। তাঁর দাবি, গত ৩০ মে একনাথ শিন্দেকেই মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন উদ্ধব ঠাকরে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, আদিত্য ঠাকরে বলেছেন, গত মাসেই শিন্দেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। এছাড়াও, বিজেপিকে আক্রমণ করে আদিত্য এদিন বলেন, ”যদি বিজেপি এতে যুক্তই না থাকবে, তাহলে কেন তাদের লোকেরা ওই বিধায়কদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন?”

আদিত্যর দাবি, বিধায়করা চলে যাওয়াতে তাঁদের নাকি ভালই হয়েছে। উদ্ধবের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেগেছেন শরদ পাওয়ারও। তিনি বলেন, ”যে বিধায়করা বলছেন তাঁদের নাকি এনসিপির সঙ্গে সমস্যা রয়েছে, সেটা স্রেফ বাহানা ছাড়া কিছু নয়। গত আড়াই বছরে তাঁরা কোথায় ছিলেন?”

তাঁর আরো দাবি, ”শিন্দে বলেছিলেন, একটি জাতীয় পর্যায়ের দল তাঁদের সমর্থন করছে। এখন পরিষ্কার, ওঁরা বিজেপির কথাই বলছিলেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Uddhav Thackeray, #Aaditya Thackeray, #Maharashtra Political Crisis, #eknath shinde, #maharastra

আরো দেখুন