দেশ বিভাগে ফিরে যান

তিস্তা সীতলওয়াড়কে গ্রেপ্তারির তীব্র নিন্দা রাষ্ট্রসঙ্ঘের, আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল মোদীর

June 27, 2022 | < 1 min read

মানবাধিকার রক্ষা করা অপরাধ নয়। শনিবার সমাজকর্মী তিস্তা সীতলওয়াড়কে (Teesta Setalvad) গ্রেপ্তারের ঘটনায় এমন কড়া ভাষাতেই মোদী সরকারের সমালোচনা করল রাষ্ট্রসঙ্ঘ। সংস্থার রাষ্ট্রসঙ্ঘের (United Nations) আধিকারিক মেরি ল’লর (Mary Lawlor)। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “তিস্তা হলেন ঘৃণা ও বৈষম্যের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর”।

জাকিয়া জাফরী হত্যা মামলায় শুক্রবার সুপ্রিম কোর্ট ক্লিনচিট দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার পরের দিনই, অর্থাৎ শনিবারে গুজরাত জঙ্গি দমন শাখার (এটিএস) হাতে গ্রেপ্তার হলেন মামলাকারী তিস্তা সীতলওয়াড়৷

এদিন তিস্তাকে গ্রেপ্তার করতে মুম্বই আসে গুজরাত এটিএস৷ তারা তিস্তাকে প্রথমে নিজেদের হেফাজতে নিয়ে মুম্বইয়ের সান্তাক্রুজ থানায় নিয়ে যায়৷ সেখানে গ্রেপ্তার করা হয় সমাজকর্মীকে৷

কেন তিস্তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার কারণ এখনও স্পষ্ট নয়৷ যদিও গতকাল একটি সাক্ষাৎকারে তিস্তার বিরুদ্ধে গুজরাত দাঙ্গা নিয়ে পুলিসকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Teesta Setalvad, #police custody

আরো দেখুন