রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপি কোটি কোটি টাকা খরচ করছে মহারাষ্ট্রে সরকার ফেলার জন্য, সরব মমতা

June 28, 2022 | < 1 min read

পশ্চিম বর্ধমানের আসানসোলে কর্মীসভায় মহারাষ্ট্রে বিজেপির সরকার ভাঙার চেষ্টার জন্য মঙ্গলবার গেরুয়া শিবিরকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন উদ্ধব ঠাকরের জোট সরকারকে ফেলার জন্য কোটি কোটি টাকা খরচ করছে বিজেপি। এর আগেও এই একই ছবি দেখা গিয়েছে অন্য রাজ্যের ক্ষেত্রেও। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেন, টাকা দিয়ে অন্য দলের বিধায়কদের কিনে নেওয়ার চেষ্টা করছেন বিজেপি। তিনি বলেন, বিজেপির এই প্রচেষ্টা এটা গনতন্ত্রের পক্ষে অত্যন্ত নিন্দনীয় লজ্জাজনক ঘটনা। আগামিদিনে এর বিরুদ্ধে আরও বড় আন্দোলনের প্রয়োজন আছে, জানান মমতা।

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা এক জোট হয়ে যশবন্ত সিনহাকে প্রার্থী করেছেন। সেই বিরোধী জোটের অন্যতম সদস্য শিবসেনা। সেই শিবসেনার সঙ্গে কংগ্রেস আর এনসিপি জোট বেঁধে বিজেপি বিরোধী সরকার করেছিল উদ্ধব সরকারের শিবসেনা।

সেই উদ্ধব ঠাকরের সরকারকে ফেলার জন্য কোমর বেধেছে বিজেপি। এই প্রসঙ্গ তুলেই এদিন মমতা হুশিয়ারি দিয়েছেন, বিজেপি ২০২৪-এ ছবি হয়ে যাবে ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra Govt, #Maharashtra Political Crisis, #Mamata Banerjee, #bjp, #tmc

আরো দেখুন