দেশজুড়ে করোনার বাড়বাড়ন্ত অব্যাহত, অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ছুঁই ছুঁই
ফের চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। দেশের একাধিক রাজ্যে ফের সংক্রমণ মাথাচাড়া দিল। ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণে উদ্বেগে দেশবাসী। চিন্তা বাড়াচ্ছে তামিলনাড়ু, মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি।
দেশের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ১১,৭৯৩ জন। মৃত্যু হয়েছে ২৭ জনের। অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৬,৭০০।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪৮৬ জন। সুস্থতার হার ৯৮.৫৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশে করোনার কবল থেকে মোট সুস্থ হয়েছেন ৪২৭,৯৭,০৯২ জন । মোট মৃতুর সংখ্যা ৫২৫০৪৭ জন এবং মোট আক্রান্ত ০.২২ শতাংশ।
এখনও পর্যন্ত দেশে ১,৯৭,৩১,৪৩,১৯৬ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতে দেওয়া হয়েছে ১৯,২১,৮১১ কাছাকাছি ডোজ। নতুন করে কোনও করোনাবিধি না থাকলেও নানা জায়গায় মাস্ক পরা, স্যানিটাইজারের ব্যবহারে জোর দেওয়া হচ্ছে।