খেলা বিভাগে ফিরে যান

করোনার গ্রাসে Team India: ক্রিকেটারদের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করল BCCI

June 28, 2022 | < 1 min read

রোহিত শর্মার করোনা ধরার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিরাট কোহলি, ঋষভ পন্থ, চেতেশ্বর পুজারাদের ওপর বাইরে ঘুরতে যাওয়া, রেস্তরাঁয় খেতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই।

বিসিসিআইয়ের তরফে সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ‘‘বেশ কিছু ক্রিকেটার বাইরে ঘুরে বেড়ানোয় বোর্ড বিরক্ত। তাঁদের সাবধান করা হয়েছে। কেউ কেউ সমর্থকদের সঙ্গে ছবি চুলছেন। এটা সাংঘাতিক হতে পারে। ক্রিকেটারদের ঘরে থাকতে বলা হয়েছে। সব রকম সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে বলা হয়েছে।

ইংল্যান্ড সফরে গিয়ে ভারতীয় দল কোভিড নিয়ে নাজেহাল। গত শনিবার ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার করোনা পরীক্ষা করা হয়। তার ফল পজিটিভ এসেছে। রোহিত আপাতত হোটেলের নিভৃতবাসে রয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #BCCI, #Team India

আরো দেখুন