রাজ্য বিভাগে ফিরে যান

বিরোধী দলনেতা শুভেন্দুর গ্রেপ্তারি চাই, রাজ্যপালের সঙ্গে দেখা করে চাপ বাড়াল তৃণমূল

June 28, 2022 | < 1 min read

সম্প্রতি বিচারাধীন সারদা কর্তা সুদীপ্ত সেন দাবি করেছেন যে বর্তমান বিরোধী দলনেতা এবং বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করে বিপুল অর্থ নিয়েছেন, টেলিভিশনে তাঁর এই দাবি দেখানো হয়। এরপরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দুকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সোমবার সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশের পর মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূল কংগ্রেসের ৮ সদস্যের প্রতিনিধি দল।

আজ তৃণমূলের পক্ষ থেকে রাজভবনে যান কুণাল ঘোষ, তাপস রায়, শশী পাঁজা, অর্জুন সিংহ, নন্দীগ্রামের মা বলে পরিচিত ফিরোজা বিবি, সায়নী ঘোষ, বিশ্বজিৎ দেব এবং অন্যান্য নেতারা। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, সারদা কর্তার থেকে তিনি কোটি টাকা নিয়েছিলেন। এই আবহে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে কলকাতা, হলদিয়া ও কাঁথি, এই তিন জায়গায় প্রতিবাদ সমাবেশ করেছে তৃণমূল কংগ্রেস।

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #Trinamool Congress, #Jagdeep Dhankhar

আরো দেখুন