দেশ বিভাগে ফিরে যান

৬ আগস্ট উপ-রাষ্ট্রপতি নির্বাচন, জারি হল নির্দেশিকা, জানাল নির্বাচন কমিশন

June 29, 2022 | < 1 min read

আগামী ৬ আগস্ট হতে চলেছে ভারতের উপ-রাষ্ট্রপতি নির্বাচন। বেঙ্কাইয়া নাইডুর পর কে হতে চলেছেন ভারতের আগামী উপ-রাষ্ট্রপতি, জানা যাবে সেদিনই। বুধবার এমনটাই জানাল জাতীয় নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী উপ-রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে ৫ জুলাই। ১৯ জুলাই অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে। তারপর স্ক্রুটিনি হবে ২০ জুলাই। ২২ জুলাইয়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

প্রয়োজন হলে আগামী ৬ আগস্ট সকাল ১০টা থেকে ৫টা নির্বাচন হবে। সেদিনই নির্বাচনের ফল জানা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India, #vicepresident, #vice president election, #vice president election 2022

আরো দেখুন