← রাজ্য বিভাগে ফিরে যান
জিটিএ ভোটের ফল ঘোষণার পর পাহাড়বাসীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী
বহু টানাপড়েনের পর পাহাড়ে শেষ হয়েছে জিটিএ ভোট। মোট ৪৫ আসনের মধ্যে অধিকাংশ আসনে জয়লাভ করেছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)। ১০টি আসনে প্রার্থী দিয়ে পাহাড়ে প্রথম বারই সন্তোষজনক ফল করেছে তৃণমূল কংগ্রেসও। কালিম্পং-এ জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুমন গুরুং। বিনয় তামাং জিতেছেন ডালি ব্লুমফিল্ড থেকে। মোট ৫টি আসনে ফুটেছে ঘাসফুল।
বুধবার জিটিএ’র ফলাফল ঘোষণার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের প্রশাসনিক সভা থেকে পাহাড়বাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘‘পাহাড়ের মানুষ যে ভাবে শান্তিপূর্ণ ভাবে ভোটে অংশ নিয়েছেন, সে জন্য তাঁদের ধন্যবাদ।’’