দ্বিপাক্ষিক বৈঠক ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি গোষ্ঠীর, চুক্তি কবে?
জট কাটার পথে ইস্টবেঙ্গলে। প্রথমবার দ্বিপাক্ষিক আলোচনায় বসল ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি গোষ্ঠী। চুক্তির কোন জায়গা গুলোত আপত্তি এবং তা কী ভাবে দূর করা যায়, এ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে দু’পক্ষের মধ্যে। এই বৈঠকে উপস্থিত ছিলেন উভয় পক্ষের আইনজীবীরাও। চূড়ান্ত চুক্তিপত্র যত দ্রুত সম্ভব শেষ করতে চাইছে ইস্টবেঙ্গল। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন বিষয়ে দুপক্ষ যাবতীয় দ্বন্দ্ব দূর করার চেষ্টা করেছে।
বৈঠকে ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি গোষ্ঠী একজোট হয়ে শক্তিশালী দল গঠনের জন্য ঝাঁপাবে বলে সিদ্ধান্ত হয়েছে। দলগঠন নিয়ে আর বিলম্ব করতে চাইছেন না লাল-হলুদ কর্তারা। কারণ আইএসএলের সব ক্লাব ইতিমধ্যেই দলগঠনের কাজ প্রায় শেষ করে ফেলেছে। বিনিয়োগ সংক্রান্ত সমস্যার জন্য অনেকটাই পিছিয়ে পড়েছে লাল-হলুদ শিবির।
ইতিমধ্যে ইমামি গোষ্ঠীর পক্ষ থেকে দীর্ঘমেয়াদী চুক্তির কথা বলা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবও সব দিক রক্ষা করে চুক্তি রূপায়নে সম্মতি জানিয়েছে। ইতিমধ্যে দলগঠন নিয়ে একটি তালিকা লগ্নিকারীর কাছে পাঠিয়েছে ইস্টবেঙ্গল। ভাল দল যাতে তৈরি হয় সে ব্যাপারে সদস্য ও সমর্থকদের আশ্বাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ।