দেশ বিভাগে ফিরে যান

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শিন্দে, উপমুখ্যমন্ত্রী হলেন ফড়ণবিশ

June 30, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে- টুইটার

বৃহস্পতিবার সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্দে। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের দু’বারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ।


মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর শিন্দে বলেন, ‘‘বালাসাহেবের হিন্দুত্বের কথা ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিধায়করা নিজ নিজ কেন্দ্রে উন্নয়নমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছেন।’’ পাশাপাশি ফড়নবিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিন্দে বলেন, ‘‘বিজেপি’র ১২০ জন বিধায়ক রয়েছে। তার পরও মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেননি ফড়ণবিশ। ওঁর কাছে আমি কৃতজ্ঞ। ’’
উল্লেখ্য, নতুন মাহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভাতেও না থাকার ব্যাপারে নিজের অনিচ্ছার কথা জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়ণবিশ। কিন্তু নাটকীয় ভাবে পরিস্থিতি বদলে যায়। সূত্রের খবর, ফড়ণবিশ প্রথমে রাজি না হলেও শেষপর্যন্ত অমিত শাহ এহং জেপি নাড্ডার অনুরোধেই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Maharashtra, #eknath shinde

আরো দেখুন