দেশ বিভাগে ফিরে যান

উদ্ধবের ইস্তফায় অখুশি বিদ্রোহীদের একাংশ, সরকার গঠন করতে মরিয়া বিজেপি

June 30, 2022 | < 1 min read

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিচ্ছেন উদ্ধব ঠাকরে৷ বুধবার সুপ্রিম কোর্ট আস্থা ভোটের পক্ষে রায় দেওয়ার মিনিট পনের পর লাইভে আসেন তিনি৷ রায় মেনে আস্থা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি৷

সূত্রের খবর, উদ্ধবের পদত্যাগে বিদ্রোহী শিবিরের অনেক বিধায়ক খুশি নন। তাঁদের দাবি, এই লড়াই ছিল এনসিপি (NCP) এবং কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। সেই লড়াইয়ে নিজেদের নেতার বিরুদ্ধেই লড়াই করে আখেরে ক্ষতি তাদেরই হল। সূত্রের খবর, বিদ্রোহী শিবিরের অনেক বিধায়কই নাকি এখনও উদ্ধব ঠাকরেকেই নিজেদের নেতা বলে মনে করেন। তাঁরা অনেকেই উদ্ধবের সাথে সন্ধির পক্ষে।

অন্যদিকে, মহারাষ্ট্রে সরকার গড়ার তোড়জোড় করছে বিজেপি শিবির। সূত্রের খবর, ১ জুলাই মুখ‌্যমন্ত্রী পদে শপথ নেবেন দেবেন্দ্র ফড়ণবিস। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন একনাথ শিন্দে। বিদ্রোহী শিবিরের বেশ কিছু বিধায়ক পেতে পারেন মন্ত্রিত্ব।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Uddhav Thackeray, #Shiv Sena, #Devendra Fadnavis

আরো দেখুন