ঘোড়া কেনাবেচা করলেও দিতে হবে জিএসটি! মুখ ফস্কে বললেন নির্মলা
এবার থেকে ‘ঘোড়া কেনাবেচা’ (বিধায়ক কেনাবেচা!) করলেও দিতে হবে জিএসটি। এমনই বললেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্মলা এক সাংবাদিক সম্মেলনে মুখ ফসকে বলে ফেলেছেন, ঘোড়া কেনাবেচাকেও ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হতে পারে।
মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের আবহে ‘ঘোড়া কেনাবেচা’ শব্দবন্ধটি ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এক দলের জনপ্রিতিনিধিকে অন্য দলে ভাঙিয়ে নিয়ে যাওয়াটাই রাজনীতিকদের ভাষায় ‘ঘোড়া কেনাবেচা’ বা হর্স ট্রেডিং হিসাবে পরিচিত। বিরোধী শিবিরের অভিযোগ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সরকারের পতনের অন্যতম কারণই হল এই ‘ঘোড়া কেনাবেচা’। আর এর নেপথ্যেও যে নির্মলার দল বিজেপিই আছে, সেটা বলার অপেক্ষা রাখে না।
ক্যাসিনো, অনলাইন গেমিং, ঘোড়দৌড়ের মাঠ কিংবা লটারির উপর ২৮ শতাংশ জিএসটি নিয়ে আলোচনার সময় অর্থমন্ত্রী ভুল করে ঘোড়দৌড় (হর্স রেসিং) বলতে গিয়ে ঘোড়া কেনাবেচা (হর্স ট্রেডিং) বলে ফেলেন। নির্মলা কথাটা মুখ ফসকে বললেও নিমেষে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় সেটা নিয়ে বিস্তর রসিকতাও হচ্ছে। নেটিজেনদের একাংশ বলছে, ঘোড়া কেনাবেচায় জিএসটি দিতে হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে নির্মলার নিজের দল বিজেপিই। কেউ কেউ আবার বলছেন, বিধায়ক কেনাবেচায় জিএসটি চালু হলে ভালই হবে, সাধারণ মানুষের করের টাকা কিছুটা হলেও বেঁচে যাবে।