শপিং মলে ক্ষেপণাস্ত্র হামলার পর পুতিনকে ‘সন্ত্রাসবাদী’ বললেন জেলেনস্কি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। দু’দিন আগে ইউক্রেনের একটি শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া যাতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। দু’দিন আগের ওই ঘটনা জেরেই পুতিনকে আক্রমণ করেন জ়েলেনস্কি।
উল্লেখ্য, এর আগেও ইউক্রেনের একাধিক অসামরিক অঞ্চল, জনবহুল এলাকা, বাজার, থিয়েটার, ধর্মস্থানে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া, তবে প্রতিবারই অস্বীকার করেছে তারা।
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে একটি ভিডিয়ো বার্তায় জ়েলেনস্কি রাশিয়ার বিচারের দাবি করেন। জ়েলেনস্কি দাবি করেন বাল্টিক প্রজাতন্ত্র, পোল্যান্ড, মলডোভা, কাজাখস্তানের মত ইউরোপ ও এশিয়ার দেশগুলির উপরে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে রাশিয়া। তিনি বলেন রাশিয়া যে হত্যালীলা চালিয়ে যাচ্ছে, সেটা বন্ধ করার জন্য অবিলম্বে কিছু করা উচিত।