ধর্ষণের অভিযোগকারিনী মডেলের বিরুদ্ধে মানহানির মামলা রোনাল্ডোর, দাবি পাঁচ কোটি
কয়েক সপ্তাহ আগেই এক ধর্ষণ মামলায় ছাড়া পেয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Christiano Ronaldo)। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন মার্কিন মডেল ক্যাথরিন মায়োরগা। এবার ওই মডেলের বিরুদ্ধে মানহানির মামলা করে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করলেন রোনাল্ডো। জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্যাথরিনের আইনজীবীকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।
১৩ বছর আগের সেই ‘ধর্ষণের অভিযোগ খারিজ করে দিল লাস ভেগাসের আদালত। শুধু তাই নয়, ৪২ পাতার রায়ে বিচারপতি তীব্র ভর্ৎসনা করেছেন অভিযোগকারীনীর আইনজীবীদের। আদালতের বক্তব্য, অভিযোগকারী মায়োরগার আইনজীবীরা ইচ্ছাকৃত ভাবে বিভ্রান্তি তৈরি করেছেন।
২০০৯ সালে এই ঘটনার পর অভিযোগকারিণী প্রথমে রোনাল্ডোর সঙ্গে সমঝোতা করতে চেয়েছিলেন। ৩ লক্ষ ৭৫ হাজার ডলারে রফা করতে চেয়েছিলেন তিনি। মায়োরগার বক্তব্য অনুযায়ী, এর পর তিনি প্রচণ্ড ভেঙে পড়েন, যার ফলে আর আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারেননি এবং এত বছর পরে মামলা করেন।
আদালতে মায়োরগার যুক্তি ধোপে টিকলনা। মামলা খারিজ করে দিল আদালত। পাশাপাশি, বিচারপতি তীব্র ভর্ৎসনা করলেন অভিযোগকারীর আইনজীবীদেরও।