দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ছাড়াল সতের হাজারের গণ্ডি, আশঙ্কা চতুর্থ ঢেউয়ের

July 1, 2022 | < 1 min read

ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ।  অস্বস্তি বাড়িয়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে অ্যাকটিভ কেসও। মহারাষ্ট্র, তামিলনাড়ুর অবস্থাও উদ্বেগজনক। চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় দুশ্চিন্তায় দেশবাসী।  

 স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন।  গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ৩.৪০ শতাংশ।  

দেশে অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছে ০.২৫ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৭ হাজার ১৮৯ জন। একদিনে করোনায় মৃত ২৩ জন।  দেশে এখনও পর্যন্ত  করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৩৯ জন।

 পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৩৬ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে  সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১৩ জন। সুস্থতার হার ৯৮.৫৫ শতাংশ।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #covid19, #Covid India, #Covid updates

আরো দেখুন