দেশ বিভাগে ফিরে যান

লিটারে ১৩ টাকা বাড়লো কেরোসিনের ‘ইস্যু প্রাইস’, মোদী সরকারকে দুষছে সাধারণ মানুষ

July 2, 2022 | < 1 min read

জুলাই মাসে ডিজেল-পেট্রলের থেকেও দামি হয়ে যেতে পারে গরিব মানুষের জ্বালানি কেরোসিন। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এবার রেশনে বিক্রি হওয়া কেরোসিন তেলের ‘ইস্যু প্রাইস’ এক ধাক্কায় লিটারে ১৩ টাকা বাড়িয়ে দিয়েছে । কেরোসিনের খুচরো বিক্রি এর ফলে লিটারে ১০০ টাকা ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই এই মূল্যবৃদ্ধি ঘটছে।

রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতি মাসে ইস্যু প্রাইস নির্ধারণ করে। সেই ইস্যু প্রাইসের সঙ্গে রাজ্যের খাদ্যদপ্তর জিএসটি, পরিবহণ খরচ, কমিশন প্রভৃতি যুক্ত করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। জুন মাসে কেরোসিনের ইস্যু প্রাইস ছিল লিটারে প্রায় ৭৭ টাকা। জুন মাসে কলকাতা ও সল্টলেকে প্রতি লিটার কেরোসিন রেশনে বিক্রি হয়েছে প্রায় ৮৯ টাকায়। কোনও কোনও জেলায় দাম গত মাসেই ৯২ টাকা ছুঁয়েছে। জুলাই মাসে তা ৯০ টাকা ছুঁয়েছে। ফলে জুলাইয়ে কেরোসিনের বিক্রয় মূল্য ১০০ টাকা ছাড়াচ্ছেই, তা নিশ্চিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Modi, #Kerosine

আরো দেখুন