রাজ্য বিভাগে ফিরে যান

জেলার স্কুল-অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে জোর রাজ্যের

July 2, 2022 | < 1 min read

প্রতিকী ছবি। সৌজন্যেঃ World Bank

বিদ্যুতের খরচ কমাতে এবার থেকে জেলার সরকারি দপ্তর, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্যবহার করা হবে সৌর বিদ্যুৎ।


সেই মতো জেলার কোন কোন সরকারি দপ্তরে বসানো হবে সোলার সিস্টেম ইতিমধ্যেই তার তালিকা তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। জেলাগুলিতে কোন কোন স্কুলে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট বসানো যেতে পারে তার তালিকা চেয়ে পাঠিয়েছে অপ্রচলিত শক্তি উৎস দপ্তর।


২০১১ সালের পর থেকে এখনও পর্যন্ত সোলার পাওয়ার প্ল্যান্ট বসানো হয়েছে ১৯৫৪টি স্কুলে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তা কার্যকরী হয়নি বলে ক্ষোভ নবান্নের। তার জন্য এবার নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

বিশ্বের প্রায় প্রতিটি দেশই দূষণমুক্ত শক্তি উৎপাদনের উপরে জোর দিয়েছে। বিকল্প শক্তি হিসেবে সৌর বিদ্যুৎ অত্যন্ত সহজলভ্য ও কম খরচের। তাই রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। বহু জায়গাতেই পথবাতি সৌর বিদ্যুতের মাধ্যমে চালানো হয়। প্রথম দফায় রাজ্যের সরকারি দপ্তর এবং স্কুলগুলিকে সৌর বিদ্যুৎ প্ল্যান্টের আওতায় আনাই লক্ষ্য নবান্নের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nabanna, #solar power plant, #Solar Power, #School

আরো দেখুন