হাওড়ায় রথের দড়ি টানতে গিয়ে আবারও প্ররোচনামূলক বক্তব্য শুভেন্দুর
বিজেপি’র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে গোটা দেশে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তা প্রত্যক্ষ করেছে সকলে। সেই আগুন এখনও ধিকি ধিকি জ্বলছে। সুপ্রিম কোর্টও দেশের এই অগ্নীগর্ভ পরিস্থিতির জন্য নুপুর শর্মাকে ভর্ৎসনা করেছে। কিন্তু তারপরেও রাজ্য বিজেপি নেতৃত্ব উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকছেন না।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার হাওড়ায় রথের দড়ি টানতে গিয়ে বলেন, ‘‘পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ, অসম হবে। গুজরাটের মত এখানেও স্কুলে গীতা পড়ানো হবে।’’ কিছুদিন আগেই নুপুর শর্মার মন্তব্য ঘিরে হাওড়া গ্রামীণ এলাকা অশান্ত হয়ে উঠেছিল।
রথযাত্রা উপলক্ষে সাঁকরাইলের নবঘরা এলাকায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে খঞ্জনি হাতে নিয়ে কীর্তনের তালে তালও মেলান। সেখানে শুভেন্দু বলেন, ‘‘পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ, অসম হবে। গুজরাটের মত এখানেও স্কুলে গীতা পড়ানো হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের গীতা বলে গেছে, তোমরা সমস্ত জিনিস হজম করো। কাউকে বিষ বিতরণ কোরো না। এটা আমরা গীতা পড়ে শিখেছি। তার মানে এই নয়, এক গালে থাপ্পর মারলে আর একটা গাল এগিয়ে দিতে হবে। ইট শুনলে রসগোল্লা দিতে হবে। এমনটা নয়।’’