সিএবি থেকে NOC নিয়ে বাংলা ছাড়লেন ঋদ্ধিমান সাহা
বাংলা ছাড়লেন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। ইডেন গার্ডেন্সের ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে (সিএবি)আজ দুপুরে গিয়ে নো অব্জেকশন সার্টিফিকেট নিয়ে এলেন তিনি। এরপর কোনও অন্য রাজ্যের হয়ে রঞ্জি ট্রফি খেলতে দেখা যাবে তাঁকে।
জানা যাচ্ছে, সিএবির উপর একরাশ অভিমান নিয়েই বাংলা ছাড়ছেন ঋদ্ধিমান। ভারতীয় টেস্ট দল থেকে বাদ পাওয়ার পর একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রথমে ভারতীয় দল থেকে বাদ পড়েই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির একটি হোয়াটসঅ্যাপ-সংলাপ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেন। সেই মেসেজে ঘাড়ের চোট নিয়ে অনবদ্য ব্যাটিং করার পর ঋদ্ধিমানকে সৌরভ জানিয়েছিলেন ক্রিকেট ক্যারিয়ার নিয়ে চিন্তা না করতে, তিনি সব সময় পাশে আছেন। তারপরেও তিনি বাদ পড়েন ভারতীয় দল থেকে।
এছাড়াও আইপিএল চলাকালীন হোয়াটসঅ্যাপে তাঁকে হুমকি দিয়েছিলেন সাংবাদিক বোরিয়া মজুমদার। সেই নিয়েও বিতর্ক সৃষ্টি হয়।