লাফিয়ে বাড়ছে দেশের পজিটিভিটি রেট, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৬ হাজার
দেশজুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে ১৭ হাজারেরও বেশি করোনার দৈনিক সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ১০৩ জন। যা গতকালের থেকে সামান্য কম। আক্রান্তের নিরিখে সবচেয়ে এগিয়ে কেরল। পিছিয়ে নেই মহারাষ্ট্র, তামিলনাড়ুও।
তবে এই মুহূর্তে সবচেয়ে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেট যা এই মুহূর্তে ৪.২৭ শতাংশ। অর্থাৎ প্রতি ১০০ জনের করোনা পরীক্ষা করা হলে তাঁদের মধ্যে ৪ জনের বেশি মানুষ এই মারণ রোগে আক্রান্ত হচ্ছেন। দেশের করোনা পরিসংখ্যানের এই দিকটিই এই মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বেগজনক।
দেশে অ্য়াকটিভ কেস ১ লক্ষ ১১ হাজার ৭১১ জন। যা গতকালের থেকে ২ হাজার ১৪৩ জন বেশি। দেশে অ্যাকটিভ কেসের ০.২৬ শতাংশে পৌঁছে গিয়েছে। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯ জন।
পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৬৫ হাজার ৫১৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৩ হাজার ৯২৯ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৪ শতাংশ।