ম্যানচেস্টার ইউাইটেড ছাড়তে চান রোনাল্ডো
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) ক্লাব নিয়ে মোহভঙ্গ হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। রেড ডেভিলদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান এই তারকা ফুটবলার। ইতিমধ্যেই সরকারিভাবে ক্লাব ছাড়ার আবেদন মানে ট্রান্সফার রিকোয়েস্টও জানিয়েছেন CR7।
ক্লাব কর্তৃপক্ষকে রোনাল্ডো জানিয়েছেন, ভাল কোনও প্রস্তাব এলে যেন ক্লাব তাঁকে বিক্রি করে দেয়। নিজের ট্রান্সফার রিকোয়েস্টে (Transfer Request) রোনাল্ডো সাফ বলে দিয়েছেন, আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চান তিনি। তাই তেমন কোনও অফার এলে গ্রহণ করতে চান। যদিও রোনাল্ডোকে কেনার জন্য সরকারিভাবে এখনও কোনও ক্লাব ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করেনি।
গত মরশুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৩৮ ম্যাচে ২৪ গোল করেছেন রোনাল্ডো। কিন্তু ক্লাবের পারফরম্যান্স একেবারেই ভাল নয়। চ্যাম্পিয়ন্স লিগে (UCL) খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দল। প্রিমিয়ার লিগে (EPL) ষষ্ঠ স্থান পেয়ে মরশুম শেষ করেছে তারা। মরশুমের মাঝখানেই ম্যানেজার বদল করা হয় ম্যাঞ্চেস্টারে। সেই কারণেই ক্লাব ছাড়তে চান পর্তুগীজ তারকা।