রাজ্য বিভাগে ফিরে যান

মমতার নির্দেশে সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি

July 3, 2022 | < 1 min read

এবার বৃদ্ধি পেতে চলেছে বাংলার বুকে কাজ করা শ্রমিকদের নূন্যতম মজুরি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রম দপ্তর এবার সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ন্যূনতম মজুরি সংক্রান্ত বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে রাজ্যের সংগঠিত ক্ষেত্রের প্রায় ১ কোটি শ্রমিক এই বেতনবৃদ্ধির সুযোগ পেতে চলেছেন।

চলতি বছরের পুজোর আগেই এই নয়া মজুরিবিধি লাগু হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যের শ্রম দপ্তরের এই সিদ্ধান্তের জেরে কৃষিনির্ভর ১৬টি পেশার অদক্ষ শ্রমিকের দৈনিক নূন্যতম মজুরি ২৭১ টাকা থেকে বেড়ে হতে চলেছে ৩১৯ টাকা। এর সঙ্গে ১ জুলাই থেকে নতুন মূল্যসূচক অনুযায়ী ডিএ’র হিসেব কষলে তা বেড়ে ৩৪৭ টাকা হবে।

আবার অর্ধ দক্ষ, দক্ষ ও সুদক্ষ শ্রমিকদের বর্ধিত ডিএ ছাড়াই নূন্যতম মজুরি দাঁড়াবে যথাক্রমে ৩৫১, ৩৮৬ ও ৪২৪ টাকা। একই সঙ্গে শিল্পকেন্দ্রিক এলাকায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যকে দু’টি এলাকা বা জোনে ভাগ করা হয়েছে। প্রথম জোনে বাংলার সবক’টি পুরসভার পাশাপাশি নোটিফায়েড এরিয়া অথরিটি, উন্নয়ন পর্ষদ এবং তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও সংলগ্ন উপনগরী বা টাউনশিপ এলাকা রাখা হয়েছে। এর বাইরে বাকি সব অঞ্চল দ্বিতীয় বা জোন বি-তে ঠাঁই পেয়েছে।

ঠিক হয়েছে, বর্ধিত ডিএ ছাড়াই প্রথম জোনে কর্মরত অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং সুদক্ষ শ্রমিকের দৈনিক মজুরি বেড়ে হবে যথাক্রমে ৩৭০, ৪০৭, ৪৪৭ এবং ৪৯২ টাকা। দ্বিতীয় জোনের ক্ষেত্রে এই হার দাঁড়াবে যথাক্রমে ৩৪৪, ৩৭৯, ৪১৬ এবং ৪৫৮ টাকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#unorganised workers, #wages

আরো দেখুন