খেলা বিভাগে ফিরে যান

ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র দিয়ে হকি বিশ্বকাপের অভিযান শুরু ভারতের

July 4, 2022 | 2 min read

বারবার ভুলের খেসারত দিতে হল ভারতকে। রবিবার মেয়েদের বিশ্বকাপ হকিতে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ শেষ হল ১-১ গোলে। ম্যাচে অজস্র পেনাল্টি কর্নার নষ্ট করায় টোকিয়ো অলিম্পিক্সে হারের প্রতিশোধ নেওয়ার স্বপ্ন অপূর্ণি থেকে গেল সবিতাদের। এদিন এক মিনিটের মধ্যে পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি বন্দনা কাটারিয়া।

কিন্তু তার পরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলে ইংল্যান্ড। ন’মিনিটেই পেয়ে যায় কাঙ্ক্ষিত গোল। ডি বক্সের বাইরে থেকে বাড়ানো পাস ধরে ইংল্যান্ডকে এগিয়ে দেন ইসাবেলা পিটার। গোল ছেড়ে এগিয়ে এসে জায়গা ছোট করলেও শেষরক্ষা করতে পারেননি ভারতীয় দলের গোলকিপার সবিতা। গোল হজম করার পরেই ভারত টানা দুটি পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল। কিন্তু প্রথম বার বল ঠিক মতো ধরতেই পারেননি ভারতীয় দলের খেলোয়াড়েরা। দ্বিতীয় বার গোলমুখী শট রুখে দেন ইংরেজ গোলকিপার।

এরপর ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের ১৭ মিনিটে আবারও পেনাল্টি কর্নার আদায় করে নিয়েছিল ভারতীয় দল। কিন্তু তা কোনও কাজে লাগেনি। তবে ভারত ম্যাচে সমতায় ফেরে ২৮ মিনিটে। এ বারও পেনাল্টি কর্নার থেকে নেওয়া শট ইংল্যান্ড গোলকিপারের গায়ে লেগে ছিটকে আসে। সেই বল ধরে ঠান্ডা মাথায় গোলে জড়িয়ে দেন বন্দনা কাটারিয়া। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ভারতীয় দল প্রায় গোল পেয়ে গিয়েছিল। নেহার জোরালো শট ইংল্যান্ড গোলকিপারের গায়ে লেগে বাইরে চলে যায়।

তবে দিনের সেরা সুযোগ নষ্ট করেন শর্মিলা। ৫৭ মিনিটে ফাঁকা গোলের সামনে দাঁড়িয়েও তা গোলে রাখতে পারেননি। পরের মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় ভারত। ম্যাচের পরে যথারীতি হতাশ ভারতীয় দলের কোচ ইয়েনেক স্কপম্যান। “যে ভাবে আজ পেনাল্টি কর্নার নষ্ট করেছে খেলোয়াড়েরা, সেটা আমার কাছে সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের ম্যাচে শুধু সতর্ক থাকলেই চলে না, যে কোনও গোলের সুযোগকে কাজে লাগাতেই হবে। এটা নিয়ে আলোচনা করতে হবে খেলোয়াড়দের সঙ্গে”, জানিয়েছেন স্কপম্যান।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women's Hockey World Cup, #India, #England

আরো দেখুন