খেলা বিভাগে ফিরে যান

ভারতীয় দলের বোঝা হয়ে উঠছেন কোহলি? লাগাতার ব্যর্থতায় উঠছে প্রশ্ন

July 4, 2022 | < 1 min read

বিরাট কোহলি কি ভারতীয় দলে থেকে দলেরই ক্ষতি করছেন? দলের বোঝা বাড়াচ্ছেন প্রাক্তন অধিনায়ক? রবিবার ফিল্ডিংয়ের সময় তাঁর অভব্য আচরণ এবং সামগ্রিক ব্যর্থতার জেরে এমন প্রশ্নই করছে ক্রিকেটপ্রেমীরা।

প্রথমে স্লেজিং করে বেয়ারস্টোকে আরও ভাল খেলতে তাতিয়ে দিয়ে মারাত্মক ভুল করেন কোহলি। তারপর ব্যাটিং করতে নেমে ব্যর্থ হয়ে তিনি প্রমাণ করলেন এখন তিনি দলের বোঝা। এরপরও ব্যাটিং অর্ডারের চার নম্বর জায়গায় থাকবেন কেন কোহলি? টিম ম্যানেজমেন্টের কাছে প্রশ্ন করছে নেটমহল।

নেট নাগরিকদের দাবি, এজবাস্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরার সময় কোহলির চোখমুখ দেখে মনে হচ্ছিল না তিনি দুঃখিত বা অনুতপ্ত। বরং তাঁর মুখভঙ্গিমায় প্রতিফলিত হচ্ছিল অহমিকার ফুলঝুরি। আর এতেই রুষ্ট ক্রিকেট ফ্যানেরা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব বলেছিলেন, কোনও ব্যাটার লাগাতার ব্যর্থ হলে তাঁকে নিয়ে সমালোচনা হবেই। তা তিনি শচীন তেণ্ডুলকর হোন কিংবা বিরাট কোহলি (Virat Kohli)। তবে কি প্রাক্তন অধিনায়ক কোহলির অবসর নেওয়া উচিত?

TwitterFacebookWhatsAppEmailShare

#Virat Kohli, #Team India, #Cricket

আরো দেখুন