দেশ বিভাগে ফিরে যান

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনার অ্যাক্টিভ কেস, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৬ হাজার

July 4, 2022 | < 1 min read

দেশজুড়ে হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরে ১৬ হাজারের আশেপাশে করোনার দৈনিক সংক্রমণ। ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ হাজার ১৩৫ জন কোভিড পজিটিভ হয়েছেন। রবিবারও ১৬ হাজারের বেশি ছিল সংক্রমিতের সংখ্যা।

অনুযায়ী, একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন দেশের ১৩,৯৫৮ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪,২৮,৭৯,৪৭৭ জন, শতকরা হিসেবে যা ৯৮.৫৪ শতাংশ। করোনা প্রাণ কেড়েছে দেশের মোট ৫২৫২২৩ জনের। মোট আক্রান্তের ১.২১ শতাংশ।

তবে এই মুহূর্তে সবচেয়ে চিন্তায় রাখছে দেশের সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা, অর্থাৎ অ্য়াকটিভ কেস। এই সংখ্যা বাড়ছে হু হু করে। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা মোট ১ লক্ষ ১৩ হাজার ৮৬৪। যা রবিবারও চিল ১ লক্ষ ১১ হাজারের বেশি।

এখনও পর্যন্ত দেশে ১৯৭ কোটি ৯৮ লক্ষের বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ১ লক্ষ ৭৮ হাজারের বেশি ডোজ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Update, #India Fights Corona, #covid 19

আরো দেখুন