← বিনোদন বিভাগে ফিরে যান
Tarun Majumdar বাংলা চলচ্চিত্রের একটা যুগ শেষ হয়ে গেল: শিবাজী চট্টোপাধ্যায়
শেষ নিশ্বাস ত্যাগ করলেন তরুণ মজুমদার। বয়স হয়েছিল ৯১ বছর। কিডনি এবং হৃদ্যন্ত্রের সমস্যায় দীর্ঘ দিন ধরেই ভুগছিলেন প্রবীণ চলচ্চিত্র পরিচালক। প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু শেষরক্ষা হল না। না ফেরার দেশে পারি দিলেন পরিচালক।
তরুণ মজুমদারের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। প্রয়াত পরিচালক সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সঙ্গীতশিল্পী শিবাজী চট্টোপাধ্যায়। তরুণবাবুর সাথে বহু ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেছেন তিনি। দৃষ্টিভঙ্গিকে তিনি বলেন, ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। আমি ওঁর একাধিক প্রজেক্টে গানও গেয়েছি। বাংলা সিনেমা জগতের একটা অধ্যায় চলে গেল। হেমন্ত মুখোপাধ্যায়-তরুণ মজুমদারের একটা জুটি ছিল। উনি গান ভালোবাসতেন।
আর কী বললেন তিনি? শুনুন: