← খেলা বিভাগে ফিরে যান
করোনামুক্ত রোহিত শর্মা, স্বস্তিতে ভারত শিবির
অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে ভারতীয় ক্রিকেট শিবির। করোনামুক্ত হলেন রোহিত শর্মা। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ জুলাই থেকে শুরু হতে চলা সীমিতি ওভারের সিরিজে তাঁর খেলা নিয়ে আর কোনও সংশয় রইল না।
ইংল্যান্ড সফরে পঞ্চম টেস্ট শুরুর আগেই প্রকাশ্যে আসে দুঃসংবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে জানানো হয়, করোনা (Coronavirus) থাবা বসিয়েছে অধিনায়ক রোহিত শর্মার শরীরে। ফলে এজবাস্টন টেস্টে মাঠে নামতে পারবেন না তিনি।
বিসিসিআইয়ের (BCCI) তরফে এক বিবৃতিতে বল হয়েছিল, লেস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ চলাকালীন ভারতীয় দলের ব়্য়াপিড অ্যান্টিজেন টেস্টে রোহিতের (Rohit Sharma) করোনা ধরা পড়ে। তাঁকে আইসোলেশনে পাঠানো হয়।
কিন্তু এবার রোহিত করোনামুক্ত হওয়ার ফলে অনেকটা চিন্তামুক্ত ভারতীয় টিম ম্যানেজমেন্ট।