দেশ বিভাগে ফিরে যান

হিম্মত থাকলে অন্তর্বর্তী নির্বাচন করুন, শিন্দে-বিজেপি’কে চ্যালেঞ্জ ঠাকরের

July 4, 2022 | < 1 min read

বিজেপিকে নিশানা করে মহারাষ্ট্রের সদ্যপ্রাক্তণ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সোমবার বলেন, ‘‘হিম্মত থাকলে বিধানসভা ভেঙে দিয়ে অন্তর্বর্তী নির্বাচন করুন। জনতার আদালতে স্পষ্ট হয়ে যাবে কার দিকে কতটা সমর্থন রয়েছে।’’ আস্থাভোটে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের জয়ের পরেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

শিবসেনার সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গে সোমবার বৈঠক করেন উদ্ধব। ওই বৈঠকেই উদ্ধব বলেন, ‘‘শিবসেনাকে শেষ করার জন্য বিজেপি চক্রান্ত করছে। আমি তাদের বলছি, সাহস থাকলে রাজ্যে অন্তর্বর্তী নির্বাচন করুন। যদি আমরা ভুল করি জনগণ আমাদের প্রত্যাখ্যান করবে। আর আপনারা করলে জনতা আপনাদের বাড়ি পাঠাবে।’’

কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে মহারাষ্ট্রে অসাংবিধানিক পদ্ধতিতে তাঁর সরকার ভাঙা হয়েছে বলেও এদিন অভিযোগ করেন উদ্ধব।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Uddhav Thackeray, #eknath shinde

আরো দেখুন