← দেশ বিভাগে ফিরে যান
যোগীরাজ্যে ১০০ দিনে ৫২৫ পুলিশি এনকাউন্টার! আইনের শাসন না রাষ্ট্রীয় গুন্ডামি?
দ্বিতীয়বারের জন্য উত্তরপ্রদেশের মসনদে আসীন হয়েই নতুন রেকর্ড গড়লেন যোগী আদিত্যনাথ। শপথ নেওয়ার একশো দিনের মধ্যেই রাজ্যে ৫২৫ পুলিশি এনকাউন্টার করে নজির গড়ল অজয় বিষ্ট প্রশাসন। এই পরিসংখ্যানকে সাফল্য হিসেবে তুলে ধরছে বিজেপি। যদিও, বিরোধীদের দাবি, এটা পুলিশি নিপীড়নের উদাহরণ।
যোগীর দাবি, মুখ্যমন্ত্রীত্বের দ্বিতীয় দফার প্রথম ১০০ দিনে উত্তরপ্রদেশে মোট পুলিশি এনকাউন্টারের সংখ্যা ৫২৫! পাঁচ জন ‘দুষ্কৃতী’ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। জখমের সংখ্যা ৪২৫। ১,০৩৪ জন দুষ্কৃতীকে গ্রেফতারও করেছে যোগীর পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন ৬৮ জন পুলিশকর্মীও।
বিরোধীরা অবশ্য এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তাদের বক্তব্য, রাজ্যে যে আইনের শাসন নেই তারই প্রতিফলন এই সংখ্যা। রাজ্যে এই মুহূর্তে চলছে বুলডোজার রাজ।